তিনদিনে ইউক্রেনে প্রায় ৩০০ ক্ষেপণাস্ত্র ও দুইশতাধিক ড্রোন ছুড়েছে রাশিয়া। মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর রয়টার্সের।
জেলেনস্কি বলেন, মঙ্গলবারই প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। তারা যতটা সম্ভব ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করছে। এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেও উল্লেখ করেন জেলেনস্কি।
এদিকে, ইউক্রেনে গত শুক্রবার থেকেই হামলা জোরদার করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভ, খারকিভসহ বেশকিছু এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়। একদিনেই দেশটিতে দেড়শতাধিক মিসাইল ও ড্রোন ছুড়ে রাশিয়া।
তবে, রাশিয়ার বেশিরভাগ হামলা প্রতিহতের দাবি করেছে ইউক্রেন। এছাড়া রাশিয়ায় পাল্টা হামলাও চালিয়েছে দেশটি। সম্মুখ লড়াইয়ের পাশাপাশি রাশিয়ার বেলগোরদ অঞ্চলেও মিসাইল ও ড্রোন ছুঁড়েছে ইউক্রেন।
/আরএইচ
Leave a reply