সময়ের সাথে ফুরিয়ে আসছে জাপানে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের বেঁচে থাকার সম্ভাবনা। উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে সেনাবাহিনীও।
দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানান, জীবিতদের উদ্ধার করাই এখন মূল চ্যালেঞ্জ। এরইমধ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। আহত তিন শতাধিক, যাদের মধ্যে কমপক্ষে ২০ জনের অবস্থা গুরুতর। সোমবার, দেশটির মধ্যাঞ্চলে অনুভূত হয় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইশিওয়াকা। একদিনেই দেড় শতাধিক আফটারশক অনুভূত হয়, দুর্গত এলাকায়। উত্তাল হয়ে ওঠে সাগর। উপকূলে আছড়ে পড়ে ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। ধ্বংস হয়ে গেছে হাজারও ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত শতাধিক স্থাপনা, এখনো বিদ্যুৎহীন বহু এলাকা।
এটিএম/
Leave a reply