ভোটে বড় কোনো শঙ্কা দেখছে না আইনশৃঙ্খলা বাহিনী: ইসি

|

সব বাহিনী মাঠ পর্যায়ে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে। নির্বাচনে বড় ধরনের কোনো আশঙ্কা করছে না আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম।

ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক প্রস্তুতি নিয়ে বুধবার (৩ জানুয়ারি) রাতে ইসিতে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

জাহাংগীর আলম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা নেটওয়ার্ক সক্রিয় থাকবে। কারণ, একটি দল নির্বাচন প্রতিহত করার ডাক দিয়েছে। তাই সেনাবাহিনী পেট্রোল ডিউটিতে থাকবে। এছাড়াও বিজিবি ম্যাজিস্ট্রেটের সাথে পেট্রোল ডিউটি পালন করবে। পরিস্থিতির অবনতি ঘটলে সবাই সম্মিলিতভাবে পদক্ষেপ নেবে।

ইসি সচিব আরও বলেন, জনগণের নির্ভয়ে ভোট দেয়া নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, সেখানে প্রশাসন সশস্ত্র বাহিনীকে ব্যবহার করবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে চার নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে অংশ নেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল অফিসার, জননিরাপত্তা সচিব, আইজিপি, র‍্যাব, আনসার ও বিজিবির মহাপরিচালক।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply