Site icon Jamuna Television

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি, চূড়ান্ত তালিকা প্রকাশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভোটারদের তালিকা প্রকাশ করা হয়। কমিশনের দেয়া তথ্যমতে, দেশে এখন মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৬২ জন।

নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, এবারের জাতীয় নির্বাচনে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ জন এবং নারী ভোটার আছেন ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৪৯ জন।

চব্বিশের ভোটে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১৪৮টি। আর ভোটকক্ষ থাকছে ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।

আগামী রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। লড়াইয়ে রয়েছেন ১ হাজার ৯৭০ প্রার্থী। কাল শুক্রবার সকাল ৮টা শেষে হচ্ছে প্রার্থীদের প্রচার। তারা এখন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত। ভোটারদের ভরসা ও প্রতিশ্রুতি দিয়ে আশ্বস্ত করছেন।

/এসজেড/এমএন

Exit mobile version