জনগণকে ভোটে টানার জন্য কোনো কৌশলের দরকার নেই: হানিফ

|

কুষ্টিয়া প্রতিনিধি:

জনগণকে ভোটে টানার জন্য আমাদের কোনো কৌশলের দরকার নেই, কারণ তারা ইতোমধ্যে ভোটের উৎসবে মেতে উঠেছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের নৌকা প্রার্থী মাহবুব উল আলম হানিফ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক লীগের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন মাহবুবউল আলম হানিফ। পথসভা শেষে বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণাও চালান তিনি।

পথসভায় তিনি বলেন, দেশের জনগণ ইতোমধ্যে ভোটের উৎসবে মেতে উঠেছে। সাধারন ভোটাররা এখন নির্বাচন নিয়ে ব্যাস্ত। তারা এখন নির্বাচনমুখী। তাই নতুন করে ভোটারদের টানার কোনো কৌশলের দরকার নেই।

বিএনপির ভোট বর্জনের আহ্বানে কেউ সারা দিচ্ছে না বলেই তারা রাস্তায় রাস্তায় লিফলেট বিতরণ করে বেড়াচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

বক্তব্যে বিএনপিকে জনবিচ্ছিন্ন সন্ত্রাসী দল আখ্যা দিয়ে তিনি বলেন, তারা নির্বাচন বর্জন করেছে কারণ তারা নির্বাচনে আসলেও আশানুরূপ ফলাফল পেত না। জনগণ একাধিকবার তাদের প্রত্যাখান করেছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply