বুমরাহর তোপে ১৭৬ রানেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

|

ছবি: সংগৃহীত

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কেপ টাউনে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারলো না দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করামের সেঞ্চুরির পরও ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর আগুনে পেসে মাত্র ১৭৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। প্রোটিয়াদের গুঁড়িয়ে দেয়া জসপ্রিত বুমরাহ ৬১ রানে নিয়েছেন ৬ উইকেট। ফলে জয়ের জন্য ভারতের প্রয়োজন ৭৯ রান।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে ৩ উইকেটে ৬৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল স্বাগতিকরা। দ্বিতীয় দিনে বেশিক্ষণ টিকতে পারেননি ডেভিড বেডিংহ্যাম। ১১ রান করে জাসপ্রিত বুমরাহর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তেমন কিছুই করতে পারেননি কাইল ভেরেইনে-মার্কো জানসেনরা।

তবে বাকি ব্যাটারদের যাওয়া আসার মিছিলে একাই লড়েছেন মার্করাম। ভারতীয় পেসারদের সাবলীলভাবে খেলেছেন তিনি। মোহাম্মদ সিরাজ-মুকেশ কুমারদের দারুণভাবে সামাল দেন মার্করাম। একটু খারাপ বল পেলেই বাউন্ডারিতে পরিণত করেছেন প্রোটিয়া ওপেনার। ৯৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি মার্করাম। ১০৬ রান করে সিরাজের বলে রোহিত শর্মাকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

ভারতের হয়ে ৬টি উইকেট শিকার করেছেন জাসপ্রিত বুমরাহ। দু’টি উইকেট নিয়েছেন মুকেশ কুমার। একটি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ঞা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply