ফেনী করেসপনডেন্ট:
ফেনী-১ আসনের ফুলগাজী উপজেলার শ্রীপুরে খালেদা জিয়ার বাড়ির আঙিনায় মতবিনিময় সভা করছেন নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুরের মজুমদার বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে আলাউদ্দিন আহমেদ চৌধুরী বলেন, এই গ্রামের সাথে আমাদের পারিবারিক বন্ধন রয়েছে। আমাদের ও মজুমদার পরিবারের মধ্যে দীর্ঘদিনের আত্মীয়তার বন্ধন রয়েছে। তবে পার্থক্য হলো, তারা আমাকে কাছে পায়, কিন্তু ওনাকে (খালেদা জিয়া) পায় না। তাই গ্রামবাসী আমাকে ডেকেছে।
ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস। ইস্কান্দর মজুমদারের কন্যা হলেন বেগম খালেদা জিয়া। তিনি ফেনী-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, ফেনী-১ আসনটি পরশুরাম, ফুলগাজী, ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগের আলাউদ্দিন আহমেদ চৌধুরী, জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল, তৃণমূল বিএনপির মো. শাহজাহান শাজু, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কাজী মো. নুরুল আলম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) মাহবুব মোরশেদ মজুমদার ও স্বতন্ত্র প্রার্থী আবুল হাসেম চৌধুরী।
/আরএইচ/এনকে
Leave a reply