গণহত্যা মামলায় ইসরায়েলের বিচার কার্যক্রম শুরু করছে আইসিজে

|

ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো গণহত্যার দায়ে করা মামলার শুনানি শুরু করছে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে)। দক্ষিণ আফ্রিকার করা এই মামলার শুনানি আগামী ১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আইসিজে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

আইসিজে বিবৃতিতে জানায়, নেদারল্যান্ডসের হেগ শহরে দুইদিন ধরে এই মামলার শুনানি চলবে। প্রথমদিন ১১ জানুয়ারি আদালতে নিজেদের পক্ষে যুক্তি উপস্থাপন করবে দক্ষিণ আফ্রিকা। পরদিন ১২ জানুয়ারি এর বিরুদ্ধে যুক্তি তুলে ধরবে ইসরায়েল।

গত শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে মামলাটি করে দক্ষিণ আফ্রিকা। মামলায় বলা হয়, ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়েছে, গণহত্যা চালাচ্ছে এবং ভবিষ্যতেও গণহত্যা চালানোর ঝুঁকি সৃষ্টি করছে।

মামলার আবেদনে ইসরায়েল যেন অবিলম্বে উপত্যকাটিতে সামরিক অভিযান বন্ধ করে সে নির্দেশ চেয়ে আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি আহ্বান জানায় দক্ষিণ আফ্রিকা। একইসঙ্গে দ্রুত এই বিচার কার্যক্রম শুরুর অনুরোধও জানানো হয়।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply