উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াকে ব্যালেস্টিক মিসাইল ও মিসাইল লঞ্চার দেয়ার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। এমন খবর জানিয়েছে আল জাজিরা, ভয়েস অব আমেরিকা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানান, এসব মিসাইল সাম্প্রতিক হামলায় ব্যবহারও করেছে রুশ সেনারা। আমাদের তথ্য বলছে, উত্তর কোরিয়া সম্প্রতি রাশিয়াকে ব্যালেস্টিক মিসাইল লঞ্চার ও বিভিন্ন ধরনের মিসাইল সরবরাহ করেছে।
গত ৩০ ডিসেম্বর উত্তর কোরিয়ার দেয়া অন্তত একটি মিসাইল ইউক্রেনে নিক্ষেপ করা হয়েছে। যা জাপোরিঝিয়ায় আঘাত হানে। এরপর ২ জানুয়ারির হামলায় আরও কয়েকটি উত্তর কোরিয়ান মিসাইল ব্যবহার করেছে রুশ সেনারা।
/এএম
Leave a reply