স্টাফ করেসপনডেন্ট:
ফেনীর সোনাগাজীর একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আধঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (৫ জানুয়ারি) সকাল সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভোট কেন্দ্রটি হলো ফেনীর সোনাগাজী চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র করা হয়েছে ওই স্কুলটিতে। আগুনে কেন্দ্রের একটি কক্ষের কিছু অংশ পুড়ে গেছে।
তবে যেখানে আগুন লেগেছে সেখানে নির্বাচনের কোনো বুথ রাখা হয়নি বলে জানা গেছে। এছাড়া সেখানে এখন পর্যন্ত কোনো নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছায়নি।
স্কুল কমিটির দ্বন্দ্বে এমন ঘটনা ঘটেছে জানিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা শাহীনা আক্তার জানান, আমরা খোঁজ নিচ্ছি। নির্বাচনের কেন্দ্র রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরও বাড়ানো হয়েছে।
সোনাগাছি মডেল থানার অফিসার ইনচার্জ সুদীপ রায় জানান, প্রধান শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির দ্বন্দ্বে এমন ঘটনা ঘটেছে। ওই স্কুলে চারটি ভবন রয়েছে। শিক্ষক মিলনায়তনে আগুন দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে স্কুলের ডকুমেন্ট পোড়ানোর জন্য আগুন দেয়া হয়েছে। সেখানে এখনো কোনো নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছায়নি। নির্বাচনকে কেন্দ্র করে আগুনের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে বিস্তারিত খোঁজ নেবেন বলেও জানান তিনি।
/এমএইচ
Leave a reply