হামাসের টানেল ধ্বংসের দাবি ইসরায়েলের

|

ছবি: এএফপি

গাজায় হামাসের আরও একটি টানেল ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) টানেলটির একটি ভিডিও প্রকাশ করেছে তেল আবিবের সামরিক বাহিনী। জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

তাদের দাবি, খান ইউনিসের একটি মসজিদের পাশে পাওয়া গেছে এই সুড়ঙ্গ। প্রায় তিন মাসের আগ্রাসনে ইসরায়েলে অন্যতম লক্ষ্য, হামাসের টানেল ধ্বংস করা। এমনকি স্থল অভিযানে টানেল ধ্বংসের নামে বিভিন্ন হাসপাতাল, মসজিদ ও বেসামরিক স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইহুদি সেনারা। এসব সুড়ঙ্গ সামরিক ও রাজনৈতিকসহ বিভিন্ন কর্মকাণ্ডে ব্যবহার করে হামাস।

এদিকে, হামাসের বিরুদ্ধে শিশুদের ব্যবহার করার অভিযোগ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। বিস্ফোরক ডিভাইস সরবরাহ এবং যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি নিরূপণের রিপোর্ট পেতে হামাস শিশুদের ব্যবহার করছে বলে ইসরায়েলের অভিযোগ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply