কাশেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে হামলার দায় স্বীকার আইএসের

|

ফাইল ছবি

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কেরমানে জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এ হামলার জন্য দায়ী করে আসছিল তেহরান।

গত বুধবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক প্রধান কাশেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিস্থলের কাছে বিস্ফোরণ হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শত শত মানুষ হেঁটে তার সমাধিস্থলের দিকে যাচ্ছিলেন।

পরপর দুইবার ঘটা বিস্ফোরণে মারা যান ৯৫ জন। যদিও শুরুতে ইরানের পক্ষ থেকে মৃতের সংখ্যা ১১৩ বলা হচ্ছিল। তবে বৃহস্পতিবার সেই সংখ্যা পর্যালোচনা করে ৯৫ জনের কথা স্বীকার করে দেশটি।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক পোস্টে হামলার দায় স্বীকার করে আইএস। পরে দুজন মুখোশধারী হামলাকারীর একটি ছবি প্রকাশ করা হয় গোষ্ঠীটির পক্ষ থেকে। আইএস জানিয়েছে, হামলাকারীদের ওমর আল-মুওয়াহিদ এবং সায়ফুল্লাহ আল-মুজাহিদ।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply