জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

|

‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ শ্লোগানে গণভবন থেকে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার এই মেলার উদ্বোধন করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে তাঁর সরকার। নানা চক্রান্ত-ষড়যন্ত্র প্রতিহত করে এগিয়ে যাচ্ছে আত্মমর্যাদাশীল জাতি গড়ার লক্ষ্যে। শিক্ষা, বিদ্যুৎ, তথ্যযুক্তিসহ নানা বিষয়ে উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ ধারা ধরে রাখতেই শত বছরের কর্মসূচি ডেল্টা প্ল্যান করেছে সরকার। অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রচেষ্টায় শিশু-তরুণরা কর্নধার হবে বলেও জানান প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মের উদ্দেশ্যে উন্নয়ন মেলা উৎসর্গ করেন তিনি। তাদের জন্য সুন্দর পরিবেশ রেখে যাওয়ার প্রত্যয়ের কথা জানান শেখ হাসিনা। শহরের পাশাপাশি গ্রামের মানুষের কর্মসংস্থানের লক্ষ্যেও সরকার সজাগ আছে বলেও জানান প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply