নির্বাচনের তথ্য সরবরাহে আ. লীগের মিডিয়া সেন্টারের কার্যক্রম শুরু

|

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের তথ্যসেবা দিতে খোলা হয়েছে মিডিয়া সেন্টার। এখান থেকে দেশি-বিদেশি সাংবাদিকরা নির্বাচনকালীন যেকোনো তথ্য নিতে পারবেন। আওয়ামী লীগের মিডিয়া উপ কমিটির সদস্য সচিব মোহাম্মদ এ আরাফাত এ তথ্য জানান। তিনি বলেন, বিদেশি সাংবাদিকদের জন্য ইংরেজিতে ব্রিফিংয়ের ব্যবস্থা থাকবে।

আজ শুক্রবার (৫ জানুয়ারি) থেকে মিডিয়া সেন্টারের কার্যক্রম শুরু করা হয়েছে। তেজগাঁও-এ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্থাপন করা হয়েছে এটি। আওয়ামী লীগের পক্ষ থেকে সাংবাদিকদের তথ্য দেয়ার জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

জানানো হয়েছে, নির্বাচন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে এই মিডিয়া সেন্টার। এখানে উপস্থিত থাকবেন মিডিয়া উপ কমিটির সদস্যরা। বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস, দেশের ইতিহাস ও চলমান নির্বাচন নিয়ে যেকোনো তথ্য পাওয়া যাবে এই মিডিয়া সেন্টারে।

মিডিয়া উপ কমিটির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত জানান, মিডিয়া সেন্টারে সার্বক্ষণিক ওয়াইফাই সেবা থাকছে। নির্বাচনকালে নিয়মিত ব্রিফিং করা হবে মিডিয়া সেন্টার থেকে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply