ইন্দোনেশিয়ায় দুই যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

|

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ট্রেনের সংঘর্ষের স্থানের একটি দৃশ্য। ছবি: আল জাজিরা।

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কমপক্ষে তিন জন। শুক্রবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে বান্দুং শহরে ঘটে এই দুর্ঘটনা। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৮ জন। নিখোঁজ আরও কয়েকজন। নিহতদের মধ্যে ট্রেনের চালক ও তার সহকারী রয়েছেন।

প্রশাসন জানায়, একটি আন্তঃনগর ও একটি লোকাল ট্রেনের মধ্যে ঘটে এ সংঘর্ষের ঘটনা। এতে লাইনচ্যুত হয়ে যায় দুই ট্রেনের বেশ কয়েকটি বগি। ঘটনার পর পরই শুরু হয় উদ্ধার তৎপরতা। এখনও কয়েক জন আটকা আছে বলে জানা গেছে। তুরাঙ্গা পূর্ব জাভার সুরাবায়া থেকে ২৮৭ জন যাত্রী নিয়ে বান্দুং শহরের দিকে যাচ্ছিল ট্রেনটি। আর লোকাল ট্রেনের যাত্রী ছিলো ১৯১ জন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply