যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, নিহত ২ শিক্ষার্থী

|

স্কুলে বন্দুক হামলার পর স্থানীয় পুলিশ সদস্যরা ঘিরে রেখেছে পুরো এলাকা। ছবি: সিএনএন।

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে দুই শিক্ষার্থী। গুরুতর আহত আরও পাঁচ জন। শুক্রবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে পেরি হাইস্কুলে ঘটে এ ঘটনা। প্রশাসন জানায়, ক্রিসমাসের ছুটি কাটিয়ে প্রথম দিন ক্লাসেই মর্মান্তিক হামলা চালানো হয়। সব শিক্ষক এবং শিক্ষার্থী স্কুলে আসার আগেই এ ঘটনা ঘটায় বন্দুকধারী।

তদন্তকারীদের দাবি, এদিন শটগান ও পিস্তল নিয়ে স্কুলে ঢুকে হামলা করে ডিলান বাটলার নামের ১৭ বছরের এক শিক্ষার্থী। ঘটনাস্থলেই ১১ বছর বয়সী ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়। এক কর্মকর্তাসহ গুরুতর আহত হন আরও পাঁচ জন।

হামলা চালানোর সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টও করে সে। পরে ঘটনাস্থল থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। হামলার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply