অর্থপাচার ও করফাঁকিসহ ১৭টি মামলায় অভিযুক্ত হলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোজমাহ মনসুর।
কয়েকশ’ কোটি ডলারের আর্থিক দুর্নীতির অভিযোগে সকালে কুয়ালালামপুরের আদালতে হাজিরা দেন তিনি। এর আগে বুধবার বিকেলে তাকে গ্রেফতারের পর কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। 1-MDB কেলেঙ্কারিতে জড়িত সন্দেহে এদিন তৃতীয়বারের মতো জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন রোজমাহ।
সব অভিযোগ প্রমাণিত হলে ১৫ বছর পর্যন্ত কারাভোগ করতে হতে পারে তাকে। গেল সেপ্টেম্বরে অর্থ কেলেঙ্কারি ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত ২৫টি মামলায় অভিযুক্ত হন নাজিব রাজাক। যদিও জামিনে মুক্ত আছেন তিনি। মে মাসে নির্বাচনে পরাজয়ের পর থেকে একের পর এক দুর্নীতি মামলায় জড়াচ্ছেন নাজিব।
Leave a reply