মাত্র ১৫ বছর বয়সেই ধর্ষণের শিকার হয়েছেন। পরে জড়িয়ে পড়েছিলেন যৌন ব্যবসাতেও। আর এজন্য দায়ী করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে। মামলাও ঠুকে দিয়েছেন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। মামলার বাদী জেন ডো নামে এক তরুণী। সোমবার হাউসটনের ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি করেন তিনি।
ওই তরুণী অভিযোগ করেন, ২০১২ সালে এক ব্যক্তির সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হয় ওই তরুণীর। সেই ব্যক্তির সঙ্গে একাধিক মিউচুয়াল ফ্রেন্ডও ছিল। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। জেন ডো-র কোনো ধারণ ছিল না যে সেক্স ট্র্যাফিকাররাও থাকতে পারে সোশ্যাল মিডিয়ায়। ফলে দিনের পর দিন তাকে যৌন নির্যাতন, ধর্ষণের শিকার হতে হয়েছে।
জেন ডো বলেন, ফেসবুক কর্তাদের বোঝা উচিৎ যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাবালিকাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে পারে।
তবে, এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
যমুনা অনলাইন: এফএম
Leave a reply