নির্বাচনের দিন পর্যন্ত ১১ ট্রেনের যাত্রা স্থগিত

|

রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনার পর দেশের বিভিন্ন রুটে চলাচলকারী ১১টি ট্রেনের যাত্রা স্থগিত করেছে রেলওয়ে কতৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।

শনিবার (৬ জানুয়ারি) ও ভোটের দিন রোববার (৭ জানুয়ারি) ঘোষিত ওই ১১ ট্রেনের চলাচল বন্ধ থাকবে।

স্থগিতের ঘোষণায় বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ৬ ও ৭ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এছাড়া মহানন্দা, রকেট, পদ্মরাগ, রংপুর শাটল, ঢাকা কমিউটার, রাজশাহী কমিউটার এবং বগুড়া কমিউটার ট্রেন চলাচল ৬ ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়া চিলমারী কমিউটার এবং লোকাল ৬ ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে বলেও জানানো হয় স্থগিতের ঘোষণায়।

তবে ট্রেনগুলোর চলাচল বন্ধের সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।

উল্লেখ্য, নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। গতকাল রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন নারী-শিশুসহ ৪ জন। দগ্ধ আরও ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply