নওগাঁয় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইউপি চেয়ারম্যানকে জরিমানা

|

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান (শাকিল) তরফদারকে (৩৫) ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সাঈদ হাসান মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান। তিনি নওগাঁ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদারের ভাগ্নে।

শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে মহাদেবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা ভ্রাম্যমান আদালতে এই জরিমানা করেন।

স্থানীয়রা জানায়, রাত ১১টার দিকে একটি প্রাইভেট কার নিয়ে এমপির ভাগ্নে ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান উপজেলার অলঙ্কাপুর গ্রামে আসেন। গ্রামের বিভিন্ন বয়সী ভোটারদের সাথে তিনি কথা বলছিলেন। এ সময় মানুষের সংখ্যা বাড়তে থাকলে সেখানে উত্তোজনা শুরু হয়।

একপর্যায়ে কিছু দূরে খড়ের গাদার পাশে কিছু টাকা পড়ে থাকতে দেখা যায়। উপস্থিত জনগণের উদ্দেশে সাঈদ হাসান টাকা ছড়িয়েছেন এই ধারণা করে উপস্থিত জনগণের তোপের মুখে পড়েন তিনি। পরে খবর পেয়ে পুলিশসহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ইউপি চেয়ারম্যানকে জরিমানা করা হয়।

এ নিয়ে সহকারী কমিশনার রিফাত আরা বলেন, নির্বাচন কমিশনের বেধে দেয়া প্রচারণার সময় পার হওয়ার পরও সাঈদ হাসান এলাকায় প্রচার চালাচ্ছিলেন। তিনি স্বতন্ত্র প্রার্থী ছলিম তরফদারের সমর্থক।

তিনি আরও জানান, ভোটারদের মাঝে টাকা বিতরণ করতে গিয়ে জনগণের তোপের মুখে পড়েছেন এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই আমরা। তবে সেখানে গিয়ে টাকা বিতরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয়রাও ওই ধরনের কোনো প্রমাণ দিতে পারেননি। তবে তিনি সেখানে প্রচার প্রচারণা চালিয়েছেন এর প্রমাণ মিলেছে। এজন্য তাকে নির্বাচনের আচরণবিধি লঙঘনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply