অপ্রীতিকর পরিস্থিতি শতভাগ বন্ধ করা কঠিন: র‍্যাব মহাপরিচালক

|

নির্বাচনে কেউ নাশকতা করতে চাইলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে মিরপুরে নির্বাচনী নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি।

এ সময় র‍্যাব মহাপরিচালক বলেন, অপ্রীতিকর পরিস্থিতি শতভাগ বন্ধ করা কঠিন। প্রায় সব দেশেই নির্বাচনের আগে নাশকতার সৃষ্টির ষড়যন্ত্র চলে।

ভোট দেয়া বা না দেয়া সবার ব্যক্তিগত অধিকার উল্লেখ করে তিনি বলেন, কাউকে ভোট দেয়ার ক্ষেত্রে বাধা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মানুষের নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফেরা নিশ্চিতে কাজ করবে র‍্যাব।

শুক্রবার রাতে গোপীবাগে ট্রেনে অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে র‍্যাব মহাপরিচালক বলেন, রেলের নাশকতা নিয়ে এখনই মন্তব্য করার সময় আসেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply