হরতালের সমর্থনে দেশের বিভিন্ন জায়গায় বিএনপি-জামায়াতের মিছিল

|

হরতালের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (৬ জানুয়ারি) সকালে আলাদা আলাদা এই কর্মসূচি পালন করে তারা।

এদিন সকালে টাঙ্গাইল জেলা ও ঘাটাইল উপজেলা বিএনপি’র উদ্যোগে হরতালের সমর্থনে মিছিল বের করা হয়। পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ’সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা। নির্বাচন বর্জনে সকলের প্রতি আহ্বানও জানান তারা।

হরতালের সমর্থনে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছেন মহানগর জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। সকালে নগরীর টমছম ব্রীজ এলাকা থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নির্বাচন বাতিল এবং নির্দলীয় সরকারে অধীনে নির্বাচনের দাবি জানান দলটির নেতারা।

লক্ষ্মীপুরেও হরতালের সমর্থনে সড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল হয়েছে। সকালে ইটের পোল এলাকা থেকে মিছিল বের করেন জেলা বিএনপি’র নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন আঞ্চলিক মহাসড়কে গাছের গুড়ি ফেলা হয়, টায়ারে আগুন দিয়েও বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। সকালে নগরীর আম্বরখানা হাউজিং এস্টেট এলাকায় সড়কে টায়ার জ্বালায় তারা। এ সময় নির্বাচনকে ডামি আখ্যা দিয়ে ভোট বর্জনের আহ্বান জানানো হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিক্ষোভকারীরা পালিয়ে যায়।

এদিকে, জামালপুরেও হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে সর্দারপাড়া এলাকা থেকে মিছিলটি বের হয়ে নারিকেলি এলাকায় শেষ হয়। নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ’সহ নানা দাবি জানান নেতারা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply