দিনিজকে কোচের পদ থেকে ছাঁটাই করলো ব্রাজিল

|

ছবি: সংগৃহীত

ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজকে বরখাস্ত করেছে ব্রাজিল। গত বছরের জুলাইয়ে এক বছরের চুক্তিতে এ দায়িত্বে নিযুক্ত হয়েছিলেন তিনি। তবে টানা ব্যর্থতার কারণে ছয় মাস পেরোতেই পদ ছাড়তে হলো কোচকে।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) এক বিবৃতিতে জানায়, ফার্নান্দো দিনিজের কাজের জন্য, তার নিবেদন আর আন্তরিকতার জন্য এবং সর্বোপরি ব্রাজিল জাতীয় দলকে পুনরুজ্জীবিত করার চ্যালেঞ্জ গ্রহণের জন্য সিবিএফ তাকে ধন্যবাদ জানাচ্ছে। আমরা ফার্নান্দো দিনিজের জন্য শুভকামনা জানাচ্ছি।

কদিন আগেই দক্ষিণ আমেরিকার সেরা কোচের খেতাব পেয়েছিলেন দিনিজ। ৪৯ বছর বয়সী দিনিজ ‘ব্রাজিলের গার্দিওলা’ হিসেবেও খ্যাত। তবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি।

তার অধীনে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ৬ ম্যাচ খেলে ব্রাজিল জয় পেয়েছে কেবল দু’টিতে। দিনিজের অধীনে খেলা ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ছয় ম্যাচের তিনটিতেই হেরেছে ব্রাজিল। জিতেছে দুই ম্যাচ আর ড্র হয়েছে একটি। তবে দিনিজের সবচেয়ে বড় ব্যর্থতা মারাকানায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলের হার। এই ম্যাচের পর থেকে ব্রাজিল ভক্তদের রোশানলে পড়েন দিনিজ। এদিকে দিনিজকে বরখাস্ত করলেও নতুন কোচ কে হবেন তা এখনো জানায়নি ব্রাজিল ফুটবল ফেডারেশন।

নেইমারদের কোচ খুঁজতে গিয়ে বেশ বিপাকেই পড়েছে ব্রাজিল। রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তিকে ভিনিসিয়াসদের কোচ হিসেবে নিয়োগ দেয়ার ব্যাপারে নিশ্চয়তাই দিয়েছিলেন সভাপতি রদ্রিগেজ। তবে আনচেলত্তির সঙ্গে কদিন আগেই ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে রিয়াল। তাই নেইমারদের নতুন কোচ কে হবেন তা জানতে হয়তো কিছু দিন অপেক্ষাই করতে হবে সমর্থকদের। তবে ধারণা করা হচ্ছেে সাও পাওলোর বর্তমান কোচ ডরিভাল জুনিয়র হতে পারেন ব্রাজিলের পরবর্তি কোচ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply