প্রশাসনের তৎপরতায় মায়ের কাছে ফিরতে পারলো একটি বাচ্চা হাতি। গেল সপ্তাহে ভারতের তামিলনাড়ুতে ঘটেছে হৃদয়স্পর্শী ঘটনা। এমন খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।
তামিলনাড়ুর বন বিভাগ জানায়, গত ২৯ ডিসেম্বর হাতির পালের সাথে যাত্রার সময় দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে পাঁচ মাস বয়সী বাচ্চা হাতিটি। একা ঘুরতে ঘুরতে ঢুকে পড়ে লোকালয়ের কাছে। এসময় বন অধিদফতরের কর্মকর্তাদের তত্ত্বাবধানে উদ্ধার করা হয় তাকে। এরপর মায়ের কাছে ফিরিয়ে দিতে চলতে থাকে প্রচেষ্টা।
প্রথমে ড্রোন ব্যবহার করে মা হাতিটির অবস্থান খুঁজে বের করে উদ্ধারকারীরা। প্রায় চার কিলোমিটার দূরে অবস্থান করছিলো মা হাতিটি। পরে গাড়িতে করে নিয়ে বাচ্চা হাতিটিকে ফিরিয়ে দেয়া হয় মায়ের কাছে।
তিন দিন পর বন বিভাগের কর্মকর্তাদের তোলা একটি ছবিতে দেখা যায়, মায়ের বুকে পরম আশ্রয়ে সামান্য ঝুঁকে ঘুমাচ্ছে বাচ্চা হাতিটি। সন্তানকে ফিরে পেয়ে জড়িয়ে ধরে আদরের সেই দৃশ্য মন কেড়েছে নেটিজেনদের।
/এএম
Leave a reply