উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

|

কক্সবাজার করেসপনডেন্ট:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উখিয়া ৫নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

১৪ আমর্ড পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে অনেক ঘর পুড়ে গেছে বলেও জানান তিনি। আগুনের উৎপত্তি কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা অবস্থান করছেন।

তবে একটি ভিডিওতে বলতে শোনা গেছে, রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী আরসার সদস্যরা এই আগুন ধরিয়ে দিয়ে ক্যাম্পে অরাজকতা সৃষ্টি করতে উঠেপড়ে লেগেছে। তারা ক্যাম্পে মানুষ হত্যার পাশাপাশি এখন আগুন দিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে।

রোহিঙ্গা কমিউনিটি নেতা হামিদ উল্লাহ বলেন, রাত ১টার দিকে আরসা সন্ত্রাসীরা ৫ নম্বর ক্যাম্পে প্রবেশ করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে। রাত আড়াইটা পর্যন্ত প্রায় অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। 

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply