ঢাকা-১: লাঙ্গলের দুই সমর্থকের বিরুদ্ধে টাকা বিলানোর প্রমাণ পায়নি ভ্রাম্যমাণ আদালত

|

ঢাকা-১ আসনের দোহারে লাঙ্গলের দুই সমর্থকের বিরুদ্ধে টাকা বিলানোর অভিযোগের প্রমাণ পায়নি ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ জানুয়ারি) ভোরে আটককৃত ওই দুইজনকে মুক্তি দেয়া হয়েছে।

এর আগে, জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলামের দুই সমর্থককে বেধড়ক মারধর করে পুলিশে দেয় নৌকার সমর্থকরা। শনিবার সন্ধ্যায় দোহারের মুকসুদপুরের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ধ্যায় ভোট কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবেন সেসব পোলিং এজেন্টদের থাকা ও খাওয়া খরচ নিয়ে লাঙ্গলের এই দুই কর্মী বাংলাবাজার থেকে ফুলতলায় যাচ্ছিলেন। এ সময় ওই দু’জনকে বেদম মারধর করে তাদের মোবাইল ফোন আর সাথে থাকা খরচের টাকা ছিনিয়ে নেয়া হয়। এরপর বেশ কিছুক্ষণ তাদের খোঁজ পাওয়া যায়নি। পরে মুকসুদপুরের এক ফাঁড়িতে তাদের বিরুদ্ধে ভোট কেনার টাকা বিতরণের অভিযোগ করে ছাত্রলীগ নেতা সোহাগ ও তার সমর্থকরা।

পরে, ম্যাজিস্ট্রেট উল্টো নির্যাতিত ভুক্তভোগীদের পুলিশ হেফাজতে দিয়ে দেয়।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply