নির্বাচনে গণপরিবহন চলাচলে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও ভোটের দুই দিন আগ থেকেই রাজধানীতে গণপরিবহন সংকট দেখা দেয়। রোববার (৭ জানুয়ারি) রাজধানীর সড়কগুলোতে তেমন গণপরিবহনের দেখা পাওয়া যায়নি। তবে চালু রয়েছে মেট্রোরেল।
এর আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন (৬) এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান জানিয়েছিলেন মেট্রোরেল বন্ধের কোনো সিদ্ধান্ত যেহেতু হয়নি তাই নির্বাচনের দিন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে রাজধানীজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
উল্লেখ্য, বর্তমানে মেট্রোরেল উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মধ্যবর্তী সব স্টেশনে যাত্রীদের চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। এর মধ্যে মোট ১৬টি স্টেশনে উঠানামা করতে পারছেন যাত্রীরা।
এসব স্টেশনের মধ্যে উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চালু থাকবে।
/এমএইচ
Leave a reply