নতুন করে একজন সাক্ষীর জবানবন্দি গ্রহণের আবেদন করায় ইস্কাটনের জোড়া খুনের মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির রায় আবারও পিছিয়েছে।
আলামত হিসেবে মোবাইল কললিস্ট প্রদর্শনীর জন্য মামলার তদন্ত কর্মকর্তা দীপক কুমার দাসকে আগামী ১৭ অক্টোবর আদালতে হাজির হতে বলা হয়েছে।
সেদিন তার জবানবন্দি গ্রহণ করা হবে। পাশাপাশি নতুন করে তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ আদালতের পিপি এসএম জাহিদ হোসেন সর্দারের রিকল আবেদনের শুনানি করে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মঞ্জুরুল ঈমাম বৃহস্পতিবার এ দিন ধার্য করে দেন।
সেদিন দীপক কুমার দাসের জবানবন্দি ও জেরার পর রায়ের জন্য নতুন তারিখ ঠিক করে দিতে পারেন বিচারক।
তিন বছর আগে রাজধানীর ইস্কাটনে গুলি চালিয়ে দুজনকে হত্যার ঘটনায় আলোচিত এ মামলার রায় এ নিয়ে দ্বিতীয়বারের মতো পিছিয়ে গেল।
২০১৫ সালের ১৩ এপ্রিল রাত দেড়টায় রনি হোটেল সোনারগাঁও থেকে মায়ের পাজেরো গাড়িতে বাসায় ফিরছিলেন। রাজধানীর ইস্কাটন এলাকায় তাকে বহনকারী গাড়িটি যানজটে আটকা পড়লে রনি ক্ষুব্ধ হয়ে জানালার গ্লাস খুলে হাতে থাকা পিস্তল দিয়ে গুলি ছোড়েন।
এতে আবদুল হাকিম নামে এক রিকশাচালক ও ইয়াকুব আলী নামে এক অটোরিকশাচালক আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম ও ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।
এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।
Leave a reply