সারাদেশে আমিই বোধহয় বেশি সাড়া পেয়েছি: ব্যারিস্টার সুমন

|

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় চুনারুঘাটের হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন এই প্রার্থী। এ সময় সকলের দোয়া প্রার্থনা করেন তিনি। বলেন, সারাদেশে আমিই বেশি সাড়া পেয়েছি।

ভোট প্রদান শেষে ব্যারিস্টার সুমন বলেন, আমি খুব টেনশনে ছিলাম। এ কদিন খুব ঠান্ডা ছিল, কুয়াশা ছিল। তবে আজকে সকাল থেকেই সূর্যের আলো দেখা যাচ্ছে। তাই আমাদের এলাকাও আজকের দিনে আলোকিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হচ্ছে।  সারাদেশে আমিই বোধহয় বেশি সাড়া পেয়েছি। একে অভূতপূর্ব বলা যায়।

ব্যারিস্টার সুমন বলেন, ঘাম কখনও প্রতারণা করে না। আমি যে পরিমাণ ঘাম ফেলেছি, সেটিই আমাকে আত্মবিশ্বাসী করেছে।

উল্লেখ্য, হবিগঞ্জে মোট ৯টি উপজেলা ও ৬টি পৌরসভা রয়েছে। মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ১ হাজার ৬৬০ জন। পুরুষ ভোটার ৮ লাখ ৫৯ হাজার ৬০৯ জন, মহিলা ৮ লাখ ৪২ হাজার ৩৮ জন ও হিজরা ১৩ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ৬৩৫টি। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে ৬১টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে।

কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তদারকি টিম মোট ৮টি, ৯টি স্পেশাল স্ট্রাইটিং ফোর্স, পুলিশ সদস্য রয়েছে ১ হাজার ৮৭৫ জন। আনসার রয়েছে ৯টি টিম। র‍্যাবের ৮টি টহল টিম মাঠে কাজ করছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৯ জন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৯ জন রয়েছেন। বিজিবি আছে ১৭ প্লাটুন। তদন্ত কমিটি আছে ৪টি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply