কুমিল্লা- ৪ আসনের দেবিদ্বারের গুনাইঘর ইউনিয়নের পদ্মকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে ব্যালট পেপারে নৌকার সিলমারার ঘটনা ঘটেছে। যার কয়েকটি ভিডিও ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। এতে ওই আসনের অন্যান্য দলের প্রার্থীদের সঙ্গে নৌকা ও দায়িত্বরতদের হট্টগোল বেধে যায়।
জানা গেছে, ওই কেন্দ্রটি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের নিয়ন্ত্রণে থাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এছাড়া, কুমিল্লা-৬ আসনেও ঘটেছে হট্টগোল। জানা গেছে, পাচথুবী ইউনিয়নের বন্দীশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আনজুম সুলতানা সীমার এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি। এর প্রতিবাদ জানান সীমা।
এ সময় নৌকার সমর্থক ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাহলুল ও তার লোকজন চড়াও হয় তার ওপর। পরে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হট্টগোল বেধে যায়। পরে প্রশাসনের হস্থক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এমএইচ/এটিএম/
Leave a reply