সিলেট-২ আসনে ভোট বর্জনের ঘোষণা জাতীয় পার্টির প্রার্থীর

|

সিলেট ব্যুরো:

বেশ কিছু কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ এনে সিলেট ২ আসনে ভোট বর্জনের ঘোষণা দিলেন জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী। রোববার (৭ জানুয়ারি) বেলা ১টার দিকে বিশ্বনাথ উপজেলা সদরে সাংবাদিকদের কাছে ভোট বর্জনের ঘোষণা দেন।

ইয়াহইয়া চৌধুরী অভিযোগ করে বলেন, নির্বাচনে পেশিশক্তি ব্যবহার করা হচ্ছে অথচ নির্বকার আইনশৃঙ্খলা বাহিনী। তিনি বলেন, ভোটারদের কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না। আগেই বলা হচ্ছে আপনার ভোট শেষ হয়ে গেছে।

তিনি বলেন, আমি একা কত সেন্টারে যাবো? এটা তো আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। তারা আমার অভিযোগের অপেক্ষায় থাকেন। অথচ অনিয়ম হলে সেখানে ভোট বন্ধ করা তাদের দায়িত্ব। অতএব জনগণের ভোট দেয়ার সুযোগ নেই বিধায় আমি নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply