দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, নারায়ণগঞ্জের ১টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

|

নারায়ণগঞ্জ করেসপনডেন্ট:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্রটি হচ্ছে রামচন্দ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়।

নৌকা ও লাঙ্গল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটলে এ সিদ্ধান্ত নেয় দায়িত্ত্বরত কর্মকর্তারা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

জানা গেছে, ওই ভোটকেন্দ্রে নৌকা ও লাঙ্গল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতাহাতি ও ধস্তাধস্তির  ঘটনা ঘটে। ভোটের দিন সকাল ১০টায় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গিয়ে দু’পক্ষকেই ধাওয়া দেয়। পরে দু’পক্ষের সমর্থকরাই দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়ার চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়ে। এতে উভয় পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। বর্তমানে ওই ভোটগ্রহন স্থগিত রয়েছে।

আড়াইহাজার থানার ওসি আহসান জানান, ভোটকেন্দ্রের আশেপাশে অপ্রীতিকর অবস্থা তৈরি হওয়ায় এ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply