শৈলকুপায় নৌকা-স্বতন্ত্র সংঘর্ষে আনসার সদস্যসহ ৮ জন আহত

|

আহত নারী আনসার সদস্য

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৭ জানুয়ারি) নৌকা প্রতীকের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন ৮ জন। যাদের মধ্যে নারী আনসার সদস্যও রয়েছেন। এ ঘটনার পর আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল কেন্দ্রটিতে।

নারী আনসার সদস্য সেফালি খাতুন জানান, তারা নিয়ম মেনেই ভোটের দায়িত্ব পালন করছিলেন। এ সময় স্বতন্ত্র ট্রাক প্রতীক ও নৌকা প্রতীকের পোলিং এজেন্টদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে একে অপরকে মারতে শুরু করে। তাদের হাত থেকে লাঠি কেড়ে নিতে গেলে তাদেরকে (আনসার) মারধর করে। পরে পুলিশ ও বিজিবি আসলে ট্রাকের সমর্থকরা পালিয়ে যায়।

মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার অসিম কুমার পদ্দার বলেন, নিয়ম মেনেই ভোটগ্রহণ চলছিল। হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে এমন ঘটনা ঘটেছে। এই ঘটনায় আমাদের মহিলা আনসার সদস্যরা আহত হয়েছেন। আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকার পর এখন সব স্বাভাবিক।

এ ঘটনার পর বিজিবির স্ট্রাইকিং কোর্স কেন্দ্রে অবস্থান করছে। কেন্দ্রের বাইরে উত্তেজনা  বিরাজ করছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply