ভোট শেষের ঘণ্টাখানেক আগে বর্জনের ঘোষণা কক্সবাজারের জাফর আলমের

|

ফাইল ছবি

কক্সবাজার করেসপনডেন্ট:

ভোট ডাকাতি ও এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম। তিনি এই আসনের বর্তমান এমপি। রোববার (৭ জানুয়ারি) বিকেলে তার ফেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

তিনি একটি ফেসবুক পোস্টে লেখেন, বিজিবি ও গোয়েন্দা সংস্থার নেতৃত্বে অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি ও আমার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়ার প্রতিবাদে ভোট বর্জন করলাম।

এর কিছুক্ষণ পরে নিজের একটি ভিডিও বার্তা পোস্ট করেন। এর ক্যাপশনে তিনি লেখেন, দুঃখিত, চকরিয়া-পেকুয়াবাসী। আপনাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দেবেন।

তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকরা বলছেন, নির্বাচনে তার পরাজয় নিশ্চিত। বিষয়টি বুঝতে পেরে তিনি ভোটগ্রহণ শেষ হবার ঘণ্টাখানেক আগে বর্জনের ঘোষণা দিয়েছেন। এটা নিছকই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply