নানা অনিয়মের অভিযোগ নিয়ে শুরু থেকেই চলছে ঢাকা-১ আসনের নির্বাচন। কোথাও ভোট জালিয়াতি, কোথাও শিশু দিয়ে ভোট দেয়ার চেষ্টা চলেছে। সংবাদ সংগ্রহে গিয়ে তোপের মুখেও পড়েন কয়েকজন সংবাদকর্মী।
বিকেলে ভোট শেষের ঘণ্টাখানেক আগে নবাবগঞ্জের দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করছিলেন যমুনা টেলিভিশনের রিপোর্টার মহিউদ্দিন মধু। হঠাৎ তিনি দেখতে পান, এক কিশোর ভোট কেন্দ্রে এসেছেন ভোট দিতে।
তিনি ভোটার কিনা, তা জানতে প্রশ্ন করেন মধু। এতে ভ্যাবাচ্যাকা খেয়ে সেখান থেকে দৌঁড় দেয় ওই কিশোর।
তখন অচমকাই নৌকা প্রার্থীর লোকজন ধাওয়া করে সাংবাদিক মধুকে। নিক্ষেপ করতে থাকে ইট-পাটকেল। একপর্যায়ে ইটের আঘাতে পায়ে আঘাত পান তিনি। পরে আশপাশের লোকজন এসে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
/এমএমএইচ
Leave a reply