যশোর-১: এজেন্টদের বের করে দেয়ার অভিযোগে ভোট বর্জন স্বতন্ত্র প্রার্থীর

|

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট:

যশোর -১ (শার্শা) আসনের বিভিন্ন কেন্দ্রে বোমা হামলা, গুলি, ছুরিকাঘাতসহ ৫৫টি কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দিয়ে প্রকাশ্যে নৌকায় সিল মারার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন। রোববার (৭ জানুয়ারি) দুপুরে তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা হয়েছে। পোলিং এজেন্ট বের করে দেয়া হয়েছে। এর মাধ্যমে বোঝা যায় নির্বাচন সুষ্ঠু হবে না। তাই আমি ভোট বর্জন করলাম।

ভোটগ্রহণ নিয়ে বিভিন্ন স্থানে সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী ও নৌকার সমর্থকদের ৩০ জন আহত হয়েছেন। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে মহিলা ভোটারদের উপিস্থিতি ছিল চোখে পড়ার মত।

এদিকে, নৌকার সমর্থকদের ওপর স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা গুলি করে ৪ জনকে আহত করেছেন বলে অভিযোগ করেন নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply