স্টাফ করেসপন্ডেন্ট, নেত্রকোণা:
নেত্রকোণারর পাঁচটি আসনের বেসরকারি নির্বাচনী ফলাফলে প্রত্যেকটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। আর একটি ছাড়া চারটিতেই নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের ১শ ২৪টি কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত মোশতাক আহমেদ রুহী (নৌকা) ৭৯ দশমিক ৩২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ২৯ হাজার ১১ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ওরফে ঝুমা তালুকদার (ট্রাক) পেয়েছেন ৬ হাজার ৯শ ৭৭ ভোট।
নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে ১শ ৭২টি কেন্দ্রের মধ্যে ৪১ টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু (নৌকা) ৫৭ দশমিক ৭ ভাগ ভোট পেয়ে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ২৪ হাজার ৯শ ১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফ খান জয় (ঈগল) পেয়েছেন ১৮ হাজার ৩৪২ ভোট।
নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের ১৪৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত অসীম কুমার উকিল (নৌকা) ৪৫ দশমিক ৮২ ভাগ ভোট পেয়ে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৪শ ৭৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু (ট্রাক) পেয়েছেন ৩ হাজার ৯২ ভোট।
নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের ১৪৭টি কেন্দ্রের মধ্যে ৩২টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত সাজ্জাদুল হাসান (নৌকা) ৯৪ দশমিক ৩৮ ভাগ ভোট পেয়ে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ২৯ হাজার ৪শ ৪৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লিয়াকত আলী খান (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ১শ ৩৩ ভোট।
নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের ৬১টি কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত আহমদ হোসেন (নৌকা) ৬৯ দশমিক ০৭ ভাগ ভোট পেয়ে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ১৫ হাজার ৪শ ৬২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাজহারুল ইসলাম সোহেল পেয়েছেন ৫ হাজার ৮শ ৬ ভোট।
এটিএম/
Leave a reply