স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী ফজলে হোসেন বাদশা

|

রাজশাহী-২ (সদর) আসনে মহাজোটের শরিক হিসেবে ছাড় পেয়ে টানা তিনবার সংসদ সদস্য হয়েছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এবারও শরিক হিসেবে তাকেই আসনটি ছেড়েছিলো আওয়ামী লীগ। তবে নৌকা প্রতীক নিয়ে লড়াই করে বড় ব্যবধানে ধরাশায়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার কাছে।

রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়। আসনটিতে ১১২টি কেন্দ্র ছিল। সবগুলো কেন্দ্রের ফলাফলই ঘোষণা করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থীর শফিকুর রহমান বাদশা কাঁচি প্রতীকে ৫৪ হাজার ৯০৬ ভোট পেয়ে প্রাথমিকভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১ হাজার ৪৬৬ ভোট।

বেসরকারিভাবে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। ছবি: ফাইল

আসনটিতে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ১ হাজার ৮২৬ ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী পান এক হাজার ৫৪ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী ইয়াসির আলিফ বিন হাবিব ৩০৮, বাংলাদেশ কংগ্রেসের মারুফ শাহারিয়ার ৪০৭ এবং বিএনএমের কামরুল হাসান পেয়েছেন ২২৩টি ভোট।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply