স্টাফ করেসপন্ডেন্ট, কুষ্টিয়া:
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে পরাজয়ের মুখ দেখলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু। এই আসনে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইনু পেয়েছেন ৯২ হাজার ৪৪৫ ভোট।
১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে ইনু কুষ্টিয়া-২ আসন থেকে ভোট করেন। এই আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ১৬১। এর আগেও নৌকা নিয়ে নির্বাচন করে আসনটি থেকে জয়ী হন জাসদ সভাপতি। বর্তমানে তিনি এ আসনের সংসদ সদস্য।
জয়ী হওয়া কামারুল আরেফিন কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০১৪ ও ১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে সংসদ নির্বাচন করেন তিনি।
উপজেলা নির্বাচন করার আগে ইউপি চেয়ারম্যান ছিলেন কামারুল আরেফিন। ২০১১ সালে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচন করে বিপুল ভোটে চেয়ারম্যান হন তিনি।
৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ১ হাজার ৯৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে ভোটে অংশ নেয়া ২৮ দলের প্রার্থী ১ হাজার ৫৩৫ জন। আর স্বতন্ত্র প্রার্থী ৪৩৬ জন। ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হয়। নওগাঁ-২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট হয়নি। পুনরায় সেখানে তফসিল ঘোষণা করা হবে। তখন আরও প্রার্থী যুক্ত হতে পারে।
চব্বিশের ভোটে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। আর নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২। ৮৫২ জন তৃতীয় লিঙ্গের ভোটার।
সুনির্দিষ্ট কত শতাংশ ভোট পড়েছে, তা এখনও জানা যায়নি। তবে ৪০ শতাংশের মতো ভোটগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ভোটের হার একটু এদিক-ওদিক হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
/আরএইচ/এমএন
Leave a reply