রাজশাহী ব্যুরো:
রাজশাহীর ৬টি নির্বাচনী আসনে হেভিওয়েট প্রার্থী ছিলেন দুজন। এদের মধ্যে একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহী-৬ আসন থেকে বিজয়ী হয়েছেন। আরেক হেভিওয়েট ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা রাজশাহী-২ আসনে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের নেতা শফিকুর রহমান বাদশার কাছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফজলে হোসেন বাদশার আসনটি ছাড়া রাজশাহী জেলার ৬টি আসনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনে ৫টিতেই জয়ী হয়েছেন নৌকার কাণ্ডারিরা।
রাজশাহী-১ আসনে ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) ওমর ফারুক চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (কাঁচি) গোলাম রাব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট।
রাজশাহী-২ আসনে ৫৫ হাজার ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (কাঁচি) শফিকুর রহমান বাদশা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (নৌকা) ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১ হাজার ৪৬০ ভোট। এই আসনে ভোটের হার সব থেকে কম, ২৬ শতাংশের কিছু বেশি।
রাজশাহী-৩ আসনে ১ লাখ ৫৪ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) আসাদুজ্জামান আসাদ। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (লাঙ্গল) আব্দুস সালাম খান পেয়েছেন ৫হাজার ২৭৪ ভোট।
রাজশাহী-৪ আসনে ১ লাখ ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের (নৌকা) আবুল কালাম আজাদ। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (কাঁচি) এনামুল হক পেয়েছেন ৫৩ হাজার ৮১২ ভোট।
রাজশাহী-৫ আসনে ৮৬ হাজার ৯১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের (নৌকা) আব্দুল ওয়াদুদ দারা। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ওবায়দুর রহমান পেয়েছেন ৮৩ হাজার ৮৬২ ভোট।
এবং রাজশাহী-৬ আসনে ১ লাখ ১ হাজার ৫৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের (নৌকা) শাহরিয়ার আলম পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (কাঁচি) রাহেনুল হক রায়হান পেয়েছেন ৭৪ হাজার ২৭৮ ভোট।
এএস/এএম
Leave a reply