গাজায় ইসরায়েলি তাণ্ডবে প্রাণ হারিয়েছেন আরও দুই সংবাদকর্মী

|

নিহত সংবাদকর্মীদের মরদেহ'র পাশে শোক করছেন প্রিয়জনরা। ছবি: আল জাজিরা।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ ইসরায়েলি তাণ্ডবে প্রাণ হারিয়েছেন আরও দুই সংবাদকর্মী। রোববার (৭ জানুয়ারি) দক্ষিণাঞ্চলে সাংবাদিকদের একটি গাড়ি টার্গেট করে বিমান হামলা চালায় দখলদাররা। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে যুদ্ধ শুরুর পর অঞ্চলটিতে সাংবাদিক নিহতের সংখ্যা দাঁড়ালো ১০৯ জনে। নিহতদের একজন বার্তা সংস্থা এএফপির ভিডিও জার্নালিস্ট মুস্তাফা থুরিয়া। অপরজন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক হামজা দাহদোহ। তিনি সংবাদমাধ্যমটির ব্যুরো চিফ ওয়ায়েল দাহদোহ’র ছেলে।

মাত্র কয়েক সপ্তাহ আগেই ইসরায়েলি বোমা হামলায় স্ত্রী, আরও দুই সন্তান এবং নাতিকে হারান তিনি। জানা গেছে, সংবাদ সংগ্রহের জন্য গাড়িতে দক্ষিণাঞ্চলের কোনো এক স্থানে যাচ্ছিলেন নিহত মুস্তাফা, হামজাসহ অন্তত পাঁচ জন। এসময় তাদের গাড়িতে বোমাবর্ষণ করা হলে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই দুইজন। গুরুতর আহত আরও একজন। একের পর এক সাংবাদিক নিহতের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply