পশ্চিম তীরে তিন বছরের শিশুকে গুলি করে হত্যা ইসরায়েলের

|

পশ্চিম তীরের চেকপয়েন্টে। ছবি: টাইমস অব ইসরায়েল।

গাজায় দখলকৃত পশ্চিম তীরে তিন বছরের এক শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। রোববার (৭ জানুয়ারি) পূর্ব জেরুজালেমের কাছেই একটি চেকপয়েন্টে ঘটে এ ঘটনা। এক প্রতিবেদনে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

তেল আবিবের দাবি, তল্লাশি চৌকিতে গাড়ি চালিয়ে এক নারী ও এক পুরুষ সেনাদের ওপর হামলার চেষ্টা চালায় দু’জন ব্যক্তি। সে সময় গাড়িটিকে প্রতিহত করতে ফাঁকা গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী।

এতে নিকটেই থাকা শিশুটি গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই প্রাণ হারায়। নিহত শিশুটির নাম রুকাইয়া আহমেদ। শিশুকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র সমালোচনার মুখে ইসরায়েল। যদিও একে দুর্ঘটনা বলে আখ্যা দিচ্ছে তেল আবিব।

এদিকে, গাড়িতে থাকা ওই দুই ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য জানায়নি নেতানিয়াহু প্রশাসন। তবে ফিলিস্তিনি সংবাদ মাধ্যমের দাবি, পুলিশের গুলিতে ওই দম্পতিও নিহত হয়েছেন।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply