অস্কারের পর বিশ্বের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র অ্যাওয়ার্ড শো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। সোমবার (৮ জানুয়ারি) লস অ্যাঞ্জেলসের বেভারলি হিল্টনে বসেছিল গোল্ডেন গ্লোবের ৮১তম আসর।
৮১তম আসর পাঁচটি পুরষ্কার পেয়েছে ক্রিস্টোফার নোলানের মাস্টারপিস ‘ওপেনহাইমার’। মুভিটি তৈরি করে বেস্ট ডিরেক্টরের পুরস্কার পেলেন নোলান। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে মুক্তি পাওয়া এই ছবিটি আলোড়ন সৃষ্টি করেছিল সারা বিশ্বে। সিনেমা বিশ্লেষকদের মতে, এটি নোলানের অন্যতম সেরা সৃষ্টি।
এদিকে, সিনেমাটিতে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কিলিয়ান মারফি। তার সঙ্গে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র।
পুরস্কার জিতে মজা করে রবার্ট তার বক্তব্যতে বলেন, পরমাণু অস্ত্রের নৈতিক সঙ্কট নিয়ে তৈরি গল্প কীভাবে ১ বিলিয়ন ডলার আয় করে?
\এআই/
Leave a reply