মানিকগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

|

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জে ডাম্প ট্টাক ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে নানা-নাতিসহ তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের আউটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জসিম তালুকদার (৪২), তার নাতি মো: তাসেন (৫) ও সিএনজি চালক মো: শাহীন (৫২)।

নিহত জসিমউদ্দিনের বাড়ি ঢাকার বিক্রমপুর এলাকায়। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি এলাকায় ভাড়া থাকেন। সিএনজি চালক শাহীনের বাড়ি সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি গ্রামে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছোট-বড় ৭ জন যাত্রী নিয়ে সিএনজিটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওভারটেক করার সময় মাটি বহনকারী ডাম্প ট্টাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সিএনজি চালক শাহীন। হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয় লেপতোশক ব্যবসায়ী জসিম তালুকদার ও তার ৫ বছরের নাতি মো: তাসেনকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply