নির্বাচন দেশ-বিদেশে গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

|

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট নয়, সরকারের ইচ্ছা কাউন্টিং হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। উদাহরণ হিসেবে ঢাকা-১ আসনের ভোট বিশ্লেষণ করে তিনি বলেছেন, ভোটার কম থাকলেও প্রিজাইটিং, রিটার্নিং ও পুলিশের উপস্থিতিতে ভোট মেরে কাস্টিং বেশি দেখানো হয়েছে। নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ।

সোমবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জিএম কাদের নেতাকর্মীদের নিয়ে যান জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর ক্যাম্পাসে। সেখানে কবরে জিয়ারত শেষে যমুনা টেলিভিশনের সাথে কথা বলেন তিনি। বলেন, এই ভোট হয়েছে সরকারের পাতানো ছকে।

জিএম কাদের বলেন, সরকার যাকে ইচ্ছা তাকে পাশ করিয়েছে। ভোটার কম থাকলেও যে ভোট কাউন্টিং দেখানো হয়েছে, সেটাও করা হয়েছে লাঙ্গলের এজেন্টদের বের করে দিয়ে।

ঢাকা-১ আসনসহ বিভিন্ন আসনে রাত থেকেই কেন্দ্র দখল করা হয়েছে, এমন অভিযোগ করে তিনি বলেন, এই নির্বাচন দেশ-বিদেশে গ্রহণযোগ্য হবে না।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply