জনগণ এবার ভোট দিয়ে আওয়ামী লীগকে জিতিয়েছে। এ বিজয় জনগণের বিজয়, আমার না। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, এ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশী-বিদেশী পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় অনুষ্ঠানে একথা বলেছেন।
বিদেশি অতিথিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি খুব আনন্দিত হয়েছি যে এই পড়ন্ত বেলায় আপনারা এসেছেন। সবাইকে তাই ধন্যবাদ জানান তিনি।
পর্যবেক্ষকদের তিনি নিজ দেশে ফিরে বাংলাদেশের কথা বলার আহ্বান জানান। বলেন, এদেশ খুব সুন্দর, আবহাওয়াও চমৎকার। নির্বাচন পর্যবেক্ষণ করতে আসায় দলের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, তিনি সবসময় চেষ্টা করেছেন নির্বাচন সুষ্ঠু করার। সেভাবেই নির্বাচনের সকল প্রক্রিয়া সংস্কার করেছেন। নির্বাচন কমিশন আইন করা, ইসিকে সাবলম্বী করাসহ যাবতীয় সব ব্যবস্থা নিয়েছেন ক্ষমতায় আসার পর।
এবারের ভোট ব্যতিক্রম ছিল বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, একটি দল নির্বাচন চায় না। তারা ভোট ভয় পায়।
বিদেশি অতিথিদের সামনে নিজের নেয়া নানা উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
/এমএমএইচ
Leave a reply