গাজায় ৮ হাজার হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে: হ্যাগারি

|

উত্তর গাজায় আইডিএফ'এর অভিযানের সময় তোলা একটি দৃশ্য। ছবি: এবিসি নিউজ।

উত্তর গাজায় ৮ হাজার হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের। শনিবার (৬ জানুয়ারি) এ তথ্য জানান দেশটির প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়ের হ্যাগারি। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজ এ খবর জানায়।

হ্যাগারির দাবি, উত্তর গাজায় হামাসের সামরিক কাঠামো পুরোপুরি ভেঙ্গে দেয়া হয়েছে। শুক্র ও শনিবারের হামলায় হামাসের দুই কমান্ডারও নিহত হয়েছেন বলে জানান তিনি।

এদিকে ফিলিস্তিনি গণমাধ্যমগুলো বলছে, মধ্য ও দক্ষিণ গাজায় তুমুল বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বহর। ঘটেছে ব্যাপক হতাহতের ঘটনা।

তবে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হামাস। রকেট ছোঁড়া হয় দক্ষিণ ইসরায়েলের শহর সেডরোটে। আক্রমণ চালানো হয় গাজায় প্রবেশকারী ইসরায়েলি সৈন্য ও সাঁজোয়া যানে।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply