স্বতন্ত্ররা বিরোধী দল হবে কি না, এখনও নিশ্চিত নয়: আইনমন্ত্রী

|

আখাউড়া প্রতিনিধি:

স্বতন্ত্ররা বিরোধী দল হবে কি না তা জানতে অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেছেন, বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্যরা জোট বাঁধবেন, নাকি আলাদা আলাদা থাকবেন, এ সিদ্ধান্ত পরিষ্কার না হওয়া পর্যন্ত বিরোধী দল কে হবে তা বলা যাচ্ছে না।

সোমবার (৮ জানুয়ারি) বিকেলে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আখাউড়া পৌর মুক্তমঞ্চে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এমন মন্তব্য করেন আইনমন্ত্রী।

এ সময় আনিসুল হক বলেন, স্বতন্ত্র প্রার্থী যারা জয়লাভ করেছেন তাদের অবস্থান কী অর্থাৎ তারা একসাথে জোট করবেন নাকি আলাদা আলাদা থাকবেন, তা যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হবে, ততক্ষণ পর্যন্ত বিরোধী দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না। আর সেটা জানার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

আইনমন্ত্রী আরও বলেন, এ নির্বাচনে জনগণ সন্ত্রাসের রাজনীতি প্রত্যাখ্যান করে জনগণের রাজনীতি গ্রহণ করেছে। উন্নয়নের রাজনীতিকে স্বীকৃতি দিয়েছে। দেশের উন্নয়নের রাজনীতি চালিয়ে যাওয়ার জন্যই জনগণ শেখ হাসিনাকে নির্বাচিত করেছে।

/এএস/এসজেড/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply