বিএনপির পর জামায়াতেরও কর্মসূচি ঘোষণা

|

দ্বাদশ সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন ভোটের দাবিতে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়েতে ইসলামী। ঘোষিত কর্মসূচি অনুযায়ী কাল মঙ্গলবার (৯ জানুয়ারি) ও বুধবার (১০ জানুয়ারি) সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি।

সোমবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে এই কর্মসূচি দেয়ার কথা জানান জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা এ টি এম মাছুম।

জামায়াতের বিবৃতিতে বলা হয়, ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট না দিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নেই। এছাড়া, তাদের কর্মসূচি পালনে দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে, দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান একই দাবিতে দুইদিনের গণসংযোগ কর্মসূচির ঘোষণা দেন। দু’দিন পরে দলটির নতুন কর্মসূচি আসবে বলেও এ সময় জানান তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply