জামালপুরে মর্টার শেলের সন্ধান

|

জামালপুর করেসপন্ডেন্ট:

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত জায়গায় মর্টারশেলের সন্ধান পাওয়া গেছে। জায়গায়টি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় জেলার সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কোজগড় এলাকায় সড়কের পাশে মর্টারশেল পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়রা জানায়, একজন ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ধাতব বস্তুটি দেখে পায়। পরে বোমাসদৃশ বস্তুটি আশেপাশে থাকা সবাইকে দেখায়। এরপর পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থলে এসে জায়গাটি ঘিরে রাখে। পুলিশের সাথে র‍্যাবের সদস্যরাও উপস্থিত হয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস জানান, পরিত্যক্ত জায়গায় মর্টারশেলটি পাওয়া গেছে। এটি একটি প্রসেসিংয়ের মাধ্যমে ডিসপোজাল করা হবে। ইতোমধ্যে ঘাটাইল ক্যান্টনমেন্টে যোগাযোগ করা হয়েছে।

ধাতব বস্তুটি আদৌ সক্রিয় মর্টারশেল বোমা কিনা, এটা কত দিনের পুরোনো, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply